৬ কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন: প্রযুক্তি, সুবিধা ও সম্ভাবনা

 Rural Sun Power ঝিনাইদহ শাখায় ৬ কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন: প্রযুক্তি, সুবিধা ও সম্ভাবনা

বাংলাদেশে সোলার প্রযুক্তির দ্রুত উন্নতির সাথে সাথে Rural Sun Power আবারও প্রমাণ করল তাদের উদ্ভাবনী সক্ষমতা। সম্প্রতি ঝিনাইদহের বদরগঞ্জের মাটিকুমরা এলাকায় ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক অফ-গ্রিড/হাইব্রিড সোলার সিস্টেম সফলভাবে স্থাপন করা হয়েছে।
এই সিস্টেমে ব্যবহৃত হয়েছে ভোল্ট্রোনিকের উন্নত প্রযুক্তির ইনভার্টার এবং দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO₄) ব্যাটারি — যা একে বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধানগুলোর একটি করে তুলেছে। আমরা এখানে সোলার প্যানেল নিয়ে কথা বলে পোস্ট লম্বা করব না। আমরা ইনর্ভাটারের আপডেট টেকনোলজি ও ফিচার নিয়ে কথা বলব। চলুন শুরু করি

 প্রজেক্ট লোকেশন

মাটিকুমরা, বদরগঞ্জ, ঝিনাইদহ

আজকের পোস্টের মাধ্যমে আপনাদের জানাতে চাই এখানে ব্যবহারিত Voltronic inverter Axpart King ll এর বৈশিষ্ট্য। ২০২৫ সালে এই মাল্টিফাংশনাল স্মার্ট সোলার ইনর্ভাটারটি হল সর্বোচ্চ আপডেট টেকনোলজি বলে ধারনা করা হচ্ছে। চলুন জেনে নেই এর ইনর্ভাটারের কিছু ফিচার সম্পর্কে

 Axpart king ii  সোলার ইনভার্টারের প্রধান বৈশিষ্ট্যগুলো কি

1. জিরো ট্রান্সফার টাইম (Double Conversion)

বিদ্যুৎ চলে গেলে কোনো ডিভাইসের পাওয়ার সাপ্লাই মিলিসেকেন্ডের জন্যও ব্যাহত হয় না। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সার্ভার, হাসপাতালের যন্ত্রপাতি ও এটিএম বুথের জন্য।
✅ বাংলাদেশে প্রথম ২০২৩ সালে Rural Sun Power এই প্রযুক্তি ব্যবহার শুরু করে, এবং বর্তমান প্রকল্পে ২০২৬ আপডেট ভার্সন ব্যবহার করা হয়েছে।

2. ডুয়েল আউটপুট সিস্টেম

নরমাল লোড ও হেভি লোড আলাদা করার মাধ্যমে রাতে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায় এবং ব্যাটারির লাইফটাইম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

3. ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন

ইনপুটে ফ্লাকচুয়েশন থাকলেও আউটপুট ভোল্টেজ থাকে স্থির, ফলে সেনসেটিভ ডিভাইসগুলো সবসময় নিরাপদ বিদ্যুৎ পায়।

4. স্মার্ট মনিটরিং ও রিমোট কন্ট্রোল

WiFi/RS485 এর মাধ্যমে মোবাইল বা কম্পিউটার থেকে সিস্টেমের অবস্থা জানা, সেটিং পরিবর্তন এবং পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়।

5. স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট

হাইব্রিড, ইকো ও পাওয়ার সেভিং মোডে সোলার, ব্যাটারি ও গ্রিড থেকে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কার্যকর উৎস বেছে নেয়।

6. 120A MPPT চার্জ কন্ট্রোলার

Ac Coupling ও Dc Coupling—দুই মোডেই কাজ করে, ফলে ব্যাটারি ছাড়াও সিস্টেম চালানো সম্ভব।

7. সুরক্ষা ব্যবস্থা

অটো লোড শিফটিং, ওভারলোড প্রটেকশন, Cold Start Function সহ সব ধরনের ইলেকট্রিকাল প্রটেকশন রয়েছে।

8. ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ

একাধিক ইনভার্টার প্যারালাল করে ৪৮ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা বৃদ্ধি করা যায়।

9. জেনারেটর কম্প্যাটিবল

প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর চালু ও বন্ধ করে ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব।

 ব্যাটারি: লিথিয়াম আয়রন ফসফেট (LiFePO₄)

দীর্ঘ আয়ু ও উচ্চ নিরাপত্তা

দ্রুত চার্জ ও ডিসচার্জ সক্ষমতা

পরিবেশবান্ধব ও রক্ষণাবেক্ষণ-মুক্ত

৩,০০০+ চার্জ সাইকেল পর্যন্ত লাইফটাইম

 Rural Sun Power-এর প্রতিশ্রুতি

এই প্রকল্পে সোলার প্যানেল ছাড়া সকল উপকরণ সরবরাহ করেছে Rural Sun Power। আমরা গ্রাহকদের শুধু প্রযুক্তিগত সমাধানই দিচ্ছি না, বরং টেকসই, কার্যকর এবং পরিবেশবান্ধব এনার্জি সলিউশন নিশ্চিত করছি।

 যোগাযোগ করুন

☎️ ঝিনাইদহ অফিস: 01605-700983, 01605-700982
☎️ ঢাকা অফিস: 01777-676744, 01785-477616, 01713-567628


About the Author

Nazmul Hasan

Nazmul Hasan is the Founder and CEO of Rural Sun Power, a leading renewable energy company in Bangladesh. With over 12 years of experience in solar technology, he has led the implementation of thousands of solar irrigation systems, home solutions, and clean energy innovations for rural communities. He is passionate about sustainable development, green entrepreneurship, and energy access for all.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these