কেস স্টাডি শিরোনাম:”২০ হাজার টাকা বেশি, কিন্তু নিশ্চিন্ত ১০ বছরের বিনিয়োগ – ঝিনাইদহের মুকুলের সোলার সেচ সিদ্ধান্ত”

নিশ্চিন্ত ১০ বছরের বিনিয়োগ – ঝিনাইদহের মুকুলের সোলার সেচ সিদ্ধান্ত”

📍প্রেক্ষাপট:

ঝিনাইদহ সদর উপজেলার শিক্ষিত কৃষি উদ্যোগ্তা মোঃ মুকুল হোসেন তার ২০ বিঘা কৃষি জমিতে ধান, গম ও সবজি চাষ করেন। সেচের জন্য তিনি ডিজেল ইন্জিন চালিত সেচ পাম্প ব্যবহার করতপন প্রতিবছর ডিজেলচালিত পাম্পে তেল খরচ, পাম্প মেরামত, সকাল সন্ধা চালু বন্ধ করা, কম ফলন ও পরিবেশ দূষণ সবকিছু নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন। মনে মনে তিনি একটি আধুনিক সেচ সিস্টেম খুজছিলেন। হটাত একদিন তিনি রুরাল সান পাওয়ারের একটি ভিডিও দেখে তিনি সোলার সেচ পাম্প দেখেন এবং পানির ফ্লো দেখে মুগ্ধ হোন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তিনি একটি ২ হর্স ৩ইঞ্চি ডেলিভারি সোলার সেচ পাম্প বসানোর সিদ্ধান্ত নেন।

💰 প্রথম অফার: কম দামে খোলা বাজার

প্রথমে মুকুল সাহেব রুরাল সান পাওয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে যোগাযোগ করে কোটেশন নেয়।

এমনকি স্থানীয় সোলার ব্যবসায়ী যারা দোকানদার ঢাকা থেকে মাল কিনে গ্রামে বিক্রি করে তাদের সাথেও কথা বলে দাম জানেন। ২ হর্সের ৩ ইঞ্চি ডেলিভারী সেচ পাম্পের প্যাকেজ লোকাল অফার দেয় ১৫০,০০০ টাকা এবং এর চেয়ে কম। অনেকের কাছে তিনি বলেন রুরাল সান পাওয়ার এর মত পানি পাবে কিনা, প্যানেলর ব্রান্ড,২৫ বছরের ওয়ারেন্টি কে দিবে, পাম্প কি অরিজনাল ব্রান্ডের ওয়েন্ডিং নাকি সিন্গেল ফেজ পাম্পকে রিওয়েন্ডিং করে থ্রিফেজে রিওয়েন্ডিং করে সোলারে চলানোর উপযুক্ত করেছে, সোলার ইনর্ভাটার কি ইফিসিয়েন্সি কত, স্ট্রাকচার কি জিআই পাইপের কিনা,পাম্প বন্ধ হলে কি ৪৮ ঘন্টায় চালুর নিশ্চয়তা এমন সকল প্রশ্নের কোন ক্লিয়ার উত্তর খুজে পায় না 

সকল প্রতিষ্ঠান ই কোন সিস্টেম ডিজাইন বা সাইট ভিজিট ছাড়াই শুধু “চলবে চলবে” বলছিল যার ফলে কোন দোকান দার ও প্রতিষ্টান  মোটেও আস্থা তৈরি করতে পারি নি মুকুল সাহেবের। 

পাম্প ও পাম্প কন্ট্রোলার সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া হয়নি

💬 মুকুল চিন্তা করলেন, “সিস্টেম যদি ৬ মাসে নষ্ট হয়, তাহলে তো পুরো টাকা জলে যাবে!”

অবশেষে বেশীমূল্য হাকাবো রুরাল সান পাওয়ার এ সরনাপন্য হল মুকুল সাহেব। তিনি রুরাল সান পাওয়ারের ঝিনাইদহ অফিসে যান। কথা বলেন ব্রাঞ্চ ম্যানেজার দিপু শিকদারের সাথে। 

রুরাল সান পাওয়ার কী অফার করল:

1. ✅ সাইট ভিজিট করে ডিজাইন তৈরি – পানি গভীরতা, বোরিং কোয়ালিটি,  ২০ বিঘাতে ধান, গম সবজি হওসাবে পানির প্রয়োজনীয়তা নুরুপন করে পাম্পের মডেল সিলেকশন করে সিস্টেমের ডিজাইন করল। 

2. ✅ Tier-1 Solar Panel  3kw module – 25 বছরের ওয়ারেন্টি যা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নয় এটা রুরাল সান পাওয়ার কর্তৃক লিখিত ওয়ারেন্টি। 

3. ✅ বিশ্ববিখ্যাত ইতালির তৈরি প্যানট্যাক্স ব্রান্ডের থ্রিফেজ F class ইনসুলেশনের হাই ইফিশিয়েন্ট পানির পাম্প যার ৫ বছরের ওয়ারেন্টি। 

4. ✅ MPPT Controller সহ স্মার্ট vfd inverter কন্ট্রোল বক্স – ওভারভোল্টেজ ও শর্ট সার্কিটসহ ১৩ রকমের প্রটেকশন। 

5. ✅ গ্যালভানাইজড স্টিল স্ট্রাকচার + ওয়াটারপ্রুফ ইনভার্টার কভার 

6. ✅ ৫ বছরের ওয়ারেন্টি ও আজীবন সার্ভিস সাপোর্ট

7. ✅  যে কোন সমস্যা ২৪ ঘন্টার মধ্যে সার্ভিস শুরু এবং ৪৮ পাম্প চালুর লিখিত নিশয়তাপত্র। 

💰 মোট খরচ: ১৭০,০০০ টাকা (২০,০০০ টাকা বেশি)

📈 তুলনামূলক বিশ্লেষণ:

বিষয় খোলা বাজার Rural Sun Power

দাম ১৫০,০০০ টাকা ১৭০,০০০ টাকা

ডিজাইন নেই রয়েছে, প্রফেশনাল

প্যানেল লোকাল Tier-1, আন্তর্জাতিক মানের

ওয়ারেন্টি নেই ৩ বছর

সার্ভিস নেই অন-সাইট টেক সাপোর্ট

স্থায়িত্ব ১–২ বছর ৮–১০ বছর

আস্থা কম পূর্ণ আস্থা

🎯 ফলাফল:

প্রতিদিন ৪ বার সেচ

ডিজেল খরচ সম্পূর্ণ বন্ধ

ব্যাটারির প্রয়োজন নেই

প্রতিবেশীরা মুকুলের সিস্টেম দেখতে আসে

১০ বছরে সম্ভাব্য সাশ্রয়: ৪ লক্ষ টাকার বেশি

🧠 মুকুলের মন্তব্য:

> “প্রথমে মনে হয়েছিল ২০ হাজার বেশি। কিন্তু এখন বুঝি—এইটিই আসলে নিরাপদ বিনিয়োগ। আমি শুধু সিস্টেম না, ভবিষ্যৎ কিনেছি।”

📌 শিক্ষণীয় দিক:

সোলার পাম্প কেনার ক্ষেত্রে শুধু দামের দিকে নয়, গুণগত মান, টেকসইতা ও সার্ভিস—এই ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ

Rural Sun Power-এর কাস্টম ডিজাইন ও সার্ভিস সিস্টেম একজন কৃষকের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়

একবার বিনিয়োগে ১০ বছরের নিশ্চিন্ত সেচ—এই চিন্তাই সফল কৃষকের পরিচয়

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these